ইসলামে সিদ্ধান্ত নেয়ার পদ্ধতি

প্রশ্ন: আমি একটি বিষয়ে সিদ্ধান্ত নিতে চাই। সিদ্ধান্তের দুইটি ফলাফল হতে পারে একটি আমার জানা যার কিছু খারাপ দিক আছে। আর একটি অনিশ্চিত । এটি ভালও হতে পারে। আবার আগেরটার চেয়েও খারাপ হতে পারে। আমি কোনটা গ্রহণ করব? কুরআন হাদীসের আলোকে বললে উপকৃত হতাম।

উত্তর: সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রথমে পরামর্শ করে নেওয়া উচিত। এরপর যেটা ভালো মনে হয়, আল্লাহর উপর ভরসা করে তা করা উচিত।

আল্লাহ বলেন, وَشَاوِرْهُمْ فِي الْأَمْرِ فَإِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللَّهِ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُتَوَكِّلِينَ — آل‌عمران: ١٥٩

“এবং কাজে-কর্মে তাদের সাথে পরামর্শ করুন। অতঃপর যখন কোন কাজের সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেন, তখন আল্লাহ্র ওপর ভরসা করুন- আল্লাহ্ তাওয়াক্কুল- কারীদের ভালবাসেন।” (আলে ইমরান:১৫৯)

আর সন্দেহজন কাজ পরিহার করা উচিত।

হাদীসে আছে, دع ما يريبك إلى مالا يريبك فإن الصدق طمأنينة وإن الكذب ريبة

“সন্দেহজনক বিষয় ছেড়ে দাও, আর যা সন্দেহজনক নয় তা করো। কেননা সত্য প্রশান্তি দেয় আর মিথ্যা সন্দেহ সৃষ্টি করে।” (তিরমিযী)

এছাড়া যে কোন সিদ্ধান্ত নেওয়ার আগে ইস্তিখারা করার কথাও হাদীসে আছে। ইস্তিখারা অর্থ মঙ্গল কামনা করা। হাদীসে একটি নির্দিষ্ট পদ্ধতিতে কোন কিছু করার আগে আল্লাহর কাছে মঙ্গল কামনা করতে বলা হয়েছে। এরপর যেটা ভালো মনে হয়, আল্লাহর উপর ভরসা করে তা-ই করা উচিত।

এসবের আলোকে একেবারে অনিশ্চিতের চেয়ে যেটার ভালো-খারাপ দুটো দিকই সমান, তা করাই উচিত বলে মনে হচ্ছে।

আর আল্লাহই সবচেয়ে ভালো জানেন।

আইডি বাংলায় প্রথম প্রকাশিত