ইসলামে স্বপ্নের অবস্থান

ইসলাম স্বপ্নকে তিন ভাগে বিভক্ত করে।

১. হাদীসুন নফস বা আত্মপ্রলাপ: সারাদিন যা কল্পনা করেছেন রাতে তারই অনুরূপ স্বপ্নে দেখলেন। কিংবা শারীরীক ক্লান্তি বা অসুস্থতার প্রভাব স্বপ্নে পড়ল ইত্যাদি।
২. রু’য়া সালেহা বা সুস্বপ্ন: যাতে আখিরাত কোন বিষয়ে সুসংবাদ বা সতর্কীকরণ থাকবে।
৩. হিলম: যা শয়তান দেখায়। এতে কোন সুসংবাদ বা সতর্কীকরণ থাকে না। বরং আবল-তাবল, উল্টা-পাল্টা, ভালো-মন্দ, ধোকা-ধান্ধা ইত্যাদি থাকে।

রু’য়া সালেহার কিছু কিছু স্বপ্ন দ্রষ্টা নিজেই বুঝতে পারেন। আর বাকীগুলো কোন ভালো স্বপ্ন বিশারদ, যিনি স্বপ্নদ্রষ্টার হিতাকাঙ্ক্ষী হন, তার কাছে বর্ণনা করলে জানা যেতে পারে।
হিলম দেখলে যে পার্শ্বে শুয়ে দেখবেন, সে পার্শ্বে তিনবার থুথু ফেলে পার্শ্ব পরিবর্তন করে শুতে হবে।