ইজতেমার মাঠ থেকে সরাসরি: “ইজতেমা প্রতিদিন”

আমরা অনেকেই ব্যস্ততার জন্য ইজতেমার মাঠে যেতে পারি না। কিংবা, গেলেও, বেশিক্ষণ থাকতে পারি না। ইজতেমার মাঠের গুরুত্বপূর্ণ বয়ানগুলো শোনা আমাদের পক্ষে সম্ভব হয় না। এদিক সেদিক এটা ওটা করে সময় পার করে দিই আমরা। বাড়ির এত কাছে ইজতেমার মাঠ বলেই কি এত অবহেলা?!

হাজার হাজার মাইল পেরিয়ে বিদেশীরা প্রতিবছরই হাজারে হাজারে ইজতেমার মাঠে আসছেন। বয়ান শুনছেন। তাবলীগের কাজে বের হচ্ছেন। অথচ একই দেশে থেকেও আমরা যেতে পারি না। এজন্য কি আমাদের একটুও আফসোস হয় না?!

চার দিনের এই পত্রিকাটির কলেবর মাত্র আট পৃষ্ঠা। এতে ইজতেমার মাঠে আগত বিভিন্ন মুসল্লীর সাক্ষাৎকার, তাদের জীবনে ইজতেমার প্রভাব, ইজতেমার গুরুত্বপূর্ণ বয়ান, প্রবন্ধ-নিবন্ধ ও মাঠের অন্যান্য খবর থাকবে।

ইজতেমার মাঠে যারা আছেন, তারা মাঠেই প্রত্রিকাটি সংগ্রহ করতে পারবেন। আর যারা মাঠে যেতে পারছেন না তাদের জন্য পত্রিকাটির গুরুত্বপূর্ণ অংশগুলো ওয়েবে প্রকাশ করার উদ্যোগ নিয়েছে আইবি নিউজ অনলাইন।

আজকের সংখ্যাটি অলরেডি মাঠে চলে গিয়েছে। ওয়েবে আজ যে কোনো সময়ে প্রকাশিত হবে। সাইটটিতে চোখ রাখুন একটু পর পর।

আল্লাহ আমাদের হিদায়াতের পথে চলার তাওফীক দিন। আমীন।