ইসলামী ব্যাংকিং ও ইসলামী বীমা শীর্ষক ফিক্বহী সেমিনার – জামিয়াতুল আস’আদ আল ইসলামিয়া, রামপুরা

অত্যন্ত আনন্দের সাথে সবাইকে জানাচ্ছি যে, আজ দুপুর ২.৩০ থেকে জামিয়াতুল আস’আদ আল ইসলামিয়া কর্তৃক আয়োজিত হতে যাচ্ছে ইসলামী ব্যাংকিং ও ইসলামী বীমা শীর্ষক ফিক্বহী সেমিনার। উল্লেখ্য যে, ইতোপূর্বে জামিয়াতুল আস’আদ ঢাকার ইফতা বিভাগগুলোকে কেন্দ্র করে একটি ফিক্বহী মাক্বালা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এর বিষয় নির্ধারণ করা হয় : ইসলামী বীমা ও ইসলামী ব্যাংকিং। ঢাকার ইফতা বিভাগের ছাত্রদের লিখিত প্রবন্ধ/মাক্বালা জমা হওয়ার পর প্রতিটি মাক্বালা বিশিষ্ট মাদরাসার ৩ জন মুফতি কর্তৃক বিচার করা হয়। অবশেষে ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী উপলক্ষে জামিয়া আয়োজন করে আজকের এই ফিক্বহী সেমিনার।

এই সেমিনারে আলোচক হিসেবে থাকছেন আল্লামা আবুল ফাতাহ মুহা. ইয়াহইয়া, মুহাদ্দিস, জামিয়া শারইয়্যাহ মালিবাগ (লেখক: ইসলামী অর্থনীতির আধুনিক রূপায়ন, রাষ্ট্রবিজ্ঞান ও ইসলাম ইত্যাদি); মুফতি মুতিয়ুর রহমান, মুহাদ্দিস, চৌধুরীপাড়া মাদরাসা; মুফতি ইয়হইয়া, মারকাযুদ দাওয়া আল ইসলামিয়া; মুফতি আব্দুস সালাম, মুহাদ্দিস, জামিয়া শারইয়্যাহ ও অন্যান্য বরেণ্য ওলামায়ে কিরাম।

সেমিনারের স্থান : ১৩৫/৫/ডি, জামতলা, পূর্ব রামপুরা

সময় : দুপুর ২.৩০ থেকে মাগরীব পর্যন্ত

সূচি :

সভাপতিত্ব করবেন : মুফতি মাহমুদুল হাসান

.৩০ – ২.৩৫ : ক্বিরাত : মারগুবুর রহমান

.৩৫ .৪৫ : হামদ : মুফতি আব্দুর রহীম

.৪৫ – ২.৫০: উপস্থাপকের বক্তব্য

.৫০ – ৩.০৫ : স্বাগত বক্তব্য : মুফতি হাফিজুদ্দীন : পরিচালক, জামিয়াতুল আসআদ আল ইসলামিয়া

.০৫.১৫ : প্রবন্ধ পাঠ : ইসলামী ব্যাংকিং : মুফতি আব্দুল হাসীব

.১৫.৫৫ : আলোচনা : ইসলামী ব্যাংকিং : মাওলানা আবুল ফাতাহ ইয়াহইয়া, মুহাদ্দিস, জামিয়া শারইয়্যাহ মালিবাগ, ঢাকা

.৫৫.২৫ : আলোচনা : ইসলামী ব্যাংকিং বা বীমা : মুফতি ইয়াহইয়া : মুফতি, মারকাযুদ দাওয়াহ

.২৫.৫০ : আলোচনা : মুফতি মুতীউর রহমান, মুহাদ্দিস, চৌধুরীপাড়া মাদরাসা

.৫৫ : নামাজ

.০০.১০ : উপস্থাপকের বক্তব্য ও তারানায়ে জামেয়া : মুফতি আহমদ আব্দুর রহীম ও দলবল

.১০.২০ : প্রবন্ধ পাঠ : ইসলামী বীমা : মুফতি ইঊসুফ সুলতান

.২০.৫০ : আলোচনা : ইসলামী বীমা : মুফতি আব্দুস সালাম, মুহাদ্দিস, জামিয়া শারইয়্যাহ মালিবাগ

.৫০.১৫ : আলোচনা : ইসলামী বীমা : মুফতি নূর মুহাম্মদ : মুহাদ্দিস, দারুল উলূম মাদানিনগর মাদরাসা

.১৫.২০ : সেমিনার নিয়ে অনুভূতি : অত্র এলাকার কমিশনার আলহাজ্জ্ব আক্কেল আলী

বাদ মাগরীব : কেরাত : মুহাম্মাদুল্লাহ

হামদ নাত : হুযায়ফা

এরপর : জামিয়ার পরিচিতি ও ভবিষ্যত পরিকল্পনা

এরপর : সংক্ষিপ্ত আলোচনা : মাওলানা নজরুল ইসলাম : প্রিন্সিপাল, সালামবাগ মাদরাসা

এরপর : আলোচনা, পুরস্কার বিতরণী ও দোয়া : মুফতি মাহমুদুল হাসান, মুহাদ্দিস, জামিয়াতুল উলূমিল ইসলামিয়া