প্রশ্ন : অমুসলিমদেরকে Good Morning, Good Evening বলা যাবে কি না?

প্রশ্ন : আস্সালামু আলাইকুম।

আমি আপনার সাইটের একজন নিয়মিত পাঠক। আমি এখানে (সৌদি আরবে) একটি অফিসে সেক্রেটারীর কাজ করি ফলে বিভিন্ন ব্যক্তির সাথে ফোনে কথা বলতে যার অধিকাংশই অমুসলিম। ভদ্রতা রক্ষার্থে আমি ফোন রিসিভ করেই প্রথমেই তাদের সালাম দিই। আমার সহকর্মী অমুসলিমরা Good morning, Good afternoon,…ইত্যাদি ব্যবহার করে। আমি জানি অমুসলিমকে সালাম দেয়া নিষেধ। কিন্তু Good morning, Good afternoon,…ইত্যাদি ব্যবহার করলে মনে হয় যেন আমি অমুসলিমদের অনুসকরণ করছি।

দয়াকরে আমাকে উপদেশ দিন আমি কোনটা করব। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। আমিন।

ওয়ালাইকুম আসসালাম।

উত্তর : সালাম একটি দোয়া। আল্লাহর রহমতের দোয়া। আর যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে না, সে আল্লাহর রহমত থেকে অনেক দূরে। তার জন্য আল্লাহর রহমতের দোয়া করা অবান্তর।

রাসূল স. বলেন,

لا تبدؤوا اليهود والنصارى بالسلام

“তোমরা ইয়াহুদী-নাসারাদেরকে প্রথমে সালাম দিবে না।” -তিরমিযী

অন্যত্র তিনি বলেন,

إذا سلم عليكم أهل الكتاب فقولوا: وعليكم

আহলুল কিতাবদের কেউ যদি তোমাদের সালাম দেয়, তাহলে তোমরা বলবে, ‘ওয়া আলাইকুম’। (‘ওয়া আলাইকুম আসসালাম’ নয়)। (বুখারী ও মুসলিম)

এ হাদীসদ্বয়ের কারণে আলেমদের অনেকেই মনে করেন, অমুসলিমদেরকে প্রথমে সালাম দেয়া যাবে না। এমনকি তারা প্রথমে সালাম দিলেও উত্তরে কেবল ওয়া আলাইকুম বলতে হবে।

এ সম্পর্কে হাদীসে পাওয়া যায় যে, মুশরিকরা রাসূল স. কে বলতেন, ‘আস সামু আলাইকুম’। সাম মানে মৃত্যু। তাহলে অর্থ দাঁড়াচ্ছে, আপনার মৃত্যু হোক। এজন্য রাসূল স. উত্তরে বলতেন, ‘ওয়া আলাইকুম’। ‘তোমাদের ওপরও তা-ই হোক যা তোমরা বলেছ।‘

ফকীহদের অনেকে মনে করেন, বিষয়টা শুধু সালামের মাঝেই সীমাবদ্ধ নয়, বরং যে কোনো বাক্য অমুসলিমদের সম্মান বুঝায়, তা-ই বর্জনীয়। এ সম্পর্কে ওমর রা. এর বক্তব্যও পাওয়া যায়।

তবে অনেকে এর সাথে ভিন্নমতও পোষণ করেন। তারা মনে করেন, অমুসলিমদের হৃদয় ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য তাদের সঙ্গে সুন্দর শুভেচ্ছা বিনিময় হতে পারে।

কাজেই Good Morning, Good Evening বলার সময় তাদেরকে ইসলামের প্রতি আকৃষ্ট করার নিয়্যত করা যেতে পারে। আশা করি এতে আর অমুসলিমদের অনুকরণের সমস্যা থাকবে না।

ভালো থাকুন।