কবিতা কি হারাম বা নাজায়েজ?

কবিতাকে একেবারে হারাম বলে দেয়াটা ঠিক নয়। নবীজীর স. সময় হযরত যায়দ বিন সাবিত রা. মসজিদের মিম্বরে আল্লাহ ও তাঁর রাসূলের স. প্রশংসায় কবিতা আবৃত্তি করতেন। নবীজী স. তা খুব পছন্দ করতেন। বরং অমুসলিম কবিদের বিরুদ্ধে যায়দ বিন সাবেতই রা. মুসলিমদের অস্ত্র ছিলেন।

অপর দিকে, সে সময় কবিতাই যতসব অন্যায়-বিভ্রান্তি-শত্রুতা দ্রুত ছড়িয়ে দিত। কবিতার মাধ্যমে মানুষ অলীক ও অবাস্তব কথার প্রসার ঘটাত। এবং সেসব শুনিয়ে মানুষকে কুরআন থেকে বিমুখ করার চেষ্টা করত। সেসব কবিতার কবিদের ব্যপারেই আলোচ্য আয়াত নাযিল হয়েছে।

কবিতা যদি অশ্লীল-কুরুচিপূর্ণ না হয়, কবিতার ম্যাসেজ যদি দেশ, চরিত্র, ধর্ম, মানবতা ইত্যাদি নিয়ে হয়, কিংবা, আল্লাহ ও তাঁর রাসূলের প্রশংসা নিয়ে হয়, তাহলে সে কবিতার সাথে ইসলামের কোনো বিরোধ নেই।

মন্তব্যটি প্রথম আলো ব্লগের একটি পোষ্টের প্রেক্ষিতে