ওলামায়ে কেরাম সমাজের স্তম্ভ

পাহাড় যেমন পৃথিবীর স্তম্ভ, তেমনি ওলামায়ে কেরাম সমাজের স্তম্ভ। যে সমাজে ওলামায়ে কেরাম নেই, সেই সমাজ ভারসাম্যহীন। এর কারণ হলো, ওলামায়ে কেরাম আল্লাহর বাণী শোনান, রাসূলের স. বাণী শোনান।

সমাজে সুদ, ঘুষ বেড়ে যাচ্ছে, ওলামায়ে কেরাম সতর্ক করবেন। ব্যভিচার বেড়ে যাচ্ছে, ওলামায়ে কেরাম সতর্ক করবেন। আল-কুরআন ও সুন্নাহ ছাড়া মানবরচিত কোনো মানবাধিকার সনদ এসব অন্যায় কখনো দূর করতে পারে না। আজ আইনে যা অন্যায়, কাল তা ন্যায়। আবার আজ যা ন্যায়, কাল তা অন্যায়।

আজ আইনে আঠারো বছর বয়সী কোনো মেয়ে একুশ বছর বয়সী কোনো পুরুষের সাথে স্বেচ্ছায় সহশয্যা করলে তা ধর্ষন নয়। আর ধর্ষন ছাড়া অন্য কিছু অন্যায় নয়। আঠারোর কমে স্বেচ্ছায় করলেও তা অন্যায় ধরা হয় কারণ আইনে সে অপ্রাপ্ত বয়স্ক। আর অপ্রাপ্ত বয়স্কের কোনো ইচ্ছা থাকে না যে সেটাকে “স্বেচ্ছায়” বলা যায়।

পতিতালয়গুলো আইনে অন্যায় যখন বুঝা যাবে যে কাউকে জোরপূর্বক আনা হয়েছে, বা যেটা হিউম্যান ট্রাফিকিং টাইপের। যেখানে কেউ স্বেচ্ছায় একে বেছে নেয়, সেখানে তা পেশা।

ওলামা ফোরামে বেশ কয়েক মাস ধরেই লক্ষ করছি, ইউকের ওলামায়ে কেরাম জটিল একটি বিষয় নিয়ে সচেতনতা সৃষ্টির চেষ্টা করছেন। সেখানে পুরুষ-পুরুষ বা নারী-নারীর বিবাহকে কেবল বৈধতাই নয়, কোমল শিশুদের পাঠক্রমে ঢুকানো হচ্ছে। বই অলরেডী ফাইনাল করা হয়েছে।

বইগুলো ডাউনলোড করে পড়ার রুচী হয় নি। তারপরও পড়েছি। বাচ্চাদের বইয়ে চিত্রসহ পরিবারকে তুলে ধরা হয়েছে। আগে বইয়ে থাকত, বাচ্চা আর সাথে একজন পুরুষ ও একজন নারী। পুরুষ হলো পাপা, আর নারী হলো মম্মা। কিন্তু এ বইগুলোতে শিশুর পাশে দুজন পুরুষ বা দুজন নারী। দুজন পুরুষ হলে ক্যাপশন দেয়া, আই হ্যাভ টু পাপা। নারী হলে, আই হ্যাভ টু মম্মা। মানে, আমার পিতা দুইজন। পিতা নম্বর এক, পিতা নম্বর দুই। বা মা দুজন। মা নম্বর এক, মা নম্বর দুই।

ইউকের ওলামায়ে কেরাম বিষয়টা নিয়ে বেশ উদ্বিগ্ন। র‍্যালী করছেন, লিখছেন, সেমিনার করছেন ইত্যাদি। ওলামায়ে কেরাম না থাকলে কেউ এগুলো নিয়ে কথা বলত না।

এভাবেই ওলামাহীন সমাজে পর্ণো সয়ে যাবে, ইভটিজিং ফ্যাশন হয়ে দাঁড়াবে, মদ হবে সাধারণ পানীয়। বিবাহ ছাড়াই সব হবে।

ভেবে দেখুন, আপনার পরবর্তী প্রজন্মের জন্য কী রেখে যাচ্ছেন? ভারসাম্যহীন এক সমাজ ব্যবস্থা, যেখানে যখন যা মজার, তা-ই আইনে বৈধতা দেয়া হয়? পরবর্তী প্রজন্মেরই কেউ একদিন গল্পের মাঝে বলবে, “…এভাবেই আমাদের বাপ-দাদারা আমাদের জন্য রেখে গেছে পৃথিবীনামী এক নরক… হাহ….!”

FB: https://www.facebook.com/myousufs/posts/10201117540968922